সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে চাঁদা না দেয়ায় কুপিয়ে জখমের অভিযোগ

নাটোরে চাঁদা না দেয়ায় কুপিয়ে জখমের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
চাঁদা না দেয়ায় হোটেল ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার শহরের ঝাউতলা এলাকায় হাসান বাবুকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা।

এর আগে বাবু ও তার বাবা গঙ্গুর খাবার হোটেলে চাঁদার টাকা দাবি করে দত্তপাড়ার যুবলীগ নেতা ‌হাসানে হত্যার অভিযুক্ত সোহান, সুমন, সজীব,মীম নাহিয়ান। প্রথমে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা দোকান ভাংচুর করে। পরে ৫ হাজার টাকা দিলে আরো টাকার দাবী করে তারা । এতে বাবু প্রতিবাদ করলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে কানাইখালী মহল্লার রাইসুল ইসলামের ছেলে সোহান।

সোহান ( দত্তপাড়ার যুবলীগ নেতা হাসান হত্যার আসামি)। তার বিরুদ্ধে মারামারি, ছিন্তাই, চাঁদাবাজিসহ ১৪ টি মামলা রয়েছে। বাবুকে গতকাল বিকালে সদরে ভর্তি করা হয়েছে। আহতের স্ত্রী কাজলি বাদি হয়ে সোহান, সুমন, সজীব,মীম নাহিয়ান ৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে। পরে তাদের গ্রেফতার করে পুলিশ।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …