নিজস্ব প্রতিবেদক:
চাঁদার দাবিতে কাজে বাধা প্রদান, ব্যবসায়ীকে হত্যার হুমকি ও শারীরিকভাবে আহত করার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক সম্মেলন করেছে এক হোটেল ব্যবসায়ী আব্দুল বারি।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার দিকে আব্দুল বারি নামের এক হোটেল ব্যবসায়ী শহরের নিজ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চাঁপাই ফুড ক্লাবের মালিক আব্দুল বারি।
লিখিত বক্তব্যে বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন এর সন্ত্রাসী বাহিনী ক্লাব সুপার মার্কেটের দ্বিতীয় তলায় সন্ত্রাসী কায়দায় আমাকে মারধর করে ৫ লাখ টাকা ছিনতায় করে এবং বেশ কয়েকটি দোকানের পাচির ভেঙ্গে দিয়ে প্রাণ নাশের হুমকি দেয়। এ বিষয়ে পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন পুলিশ সন্ত্রাস বাহিনীর হয়ে কাজ করছে। এখন ব্যবসায়ী নিরাপত্তা হিনতায় ভুগছেন।
এবিষয়ে জেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন জানান, আমার কোন সন্ত্রাসাবাহিনী নাই। আমার নামে কেউ যদি চাঁদা দাবি করে থাকে তাহলে আমি তাদের দায় নিবো না। আমার নামে সন্ত্রাসী করে থাকলে তাদের আমার কাছে জায়গা নাই।