রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে মারপিটের অভিযোগ

চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে মারপিটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের গুরুদাসপুরে চাঁদা না দেওয়ায় সিনথিয়া কনস্ট্রাকশনের ঠিকাদার আলাউদ্দিন নয়নকে মারপিটের অভিযোগ পাওয়া গিয়েছে। বুধবার(২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার মশিন্দা ইউনিয়নের শিকারপুর রশিদিয়া মাদরাসার চার তলা ভবনের নির্মাণ কাজ চলাকালে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ঠিকাদার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে সাত যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। 

আহত নয়ন জানান, তিনি রশিদিয়া মাদরাসার নির্মান কাজ করছিলেন। কাজও শেষ। বুধবার দুপুরে স্থানীয় সোহেল আহমেদ, কালু হোসেনসহ আরও ৫ জন এসে এক লাখ টাকা চাদা দাবি করে। চাদা দিতে না চাওয়ায় তার ওপর অতর্কিত হামলা চালায়।  তবে অভিযুক্ত যুবকরা মারপিটের বিষয় অস্বিকার করেছেন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …