রবিবার , ডিসেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / চাঁদাবাজি মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে আটক করছে পুলিশ

চাঁদাবাজি মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে আটক করছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, হিলি:
চাঁদাবাজির মামলায় ঘোড়াঘাটের আলোচিত ও একাধিক মামলার আসামি মঈনুল মাস্টারকে হিলি থেকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চারমাথা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ। আটককৃত মঈনুল মাস্টার ঘোড়াঘাট উপজেলার ২নং পালশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি। তার বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় একাধিক মামলা রয়েছে।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, তার বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় চাঁদাবাজির মামলা রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে আটক করা হয়েছে। আটকের পর ঘোড়াঘাট থানায় হস্তাস্তর করা হয়েছে।

এদিকে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন জানান, ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি বাজারে মাদ্রাসায় কাজ করার সময় মঈনুল মাস্টার ও তার লোকজন কাজে বাধা দিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। মাদরাসার লোকজন গত ১ তারিখে মঈনুল মাস্টারের নামে দুই লাখ টাকা চাঁদা দাবির মামলা করে থানায়। এই মামলায় তাকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, গেলো সেপ্টেম্বর মাসে ইউএনও ওয়াহিদা খানমের বাসায় ঢুকে হামলার ঘটনায় জড়িত সন্দেহে তাকে আটক করা হয়েছিল।

আরও দেখুন

পাখি ও বন্যপ্রাণি শিকারের তথ্য দিলেই উপহার! ১১ টি শালিক অবমুক্ত, পাখি রক্ষায় লিফলেট বিতরণ 

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,চলনবিলে পাখি শিকার রোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী সংগঠন …