মঙ্গলবার , সেপ্টেম্বর ১৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / চাঁদাবাজি করে যে টাকা পাবেন সে টাকা আমি দেব, তবু কোন সংঘর্ষে জড়াবেন না

চাঁদাবাজি করে যে টাকা পাবেন সে টাকা আমি দেব, তবু কোন সংঘর্ষে জড়াবেন না

নিজস্ব প্রতিবেদক:  মানুষের কাছে চাঁদাবাজি করে ভয় দেখিয়ে কত টাকা পাবেন সর্বোচ্চ ১ লাখ তার বেশি নয়। সেই টাকা আমি দেব, তবু আপনারা কোন সংঘর্ষে জড়াবেন না। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে এমনটাই বলছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। রবিবার বিকালে নাটোরের বাগাতিপাড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলার দয়ারামপুর বাসস্ট্যান্ড চত্বরে আয়োজিত শান্তি ও সংহতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেসময় তিনি বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্যে আরো বলেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের চেয়ে আপনারা বেশি নির্যাতিত হননি। তাই তারা যদি অত্যাচারী নিপিড়নকারীদের ক্ষমা করতে পারেন তবে আপনারা কেন পারবেন না। তিনি এ সময় কড়া হুশিয়ারী দিয়ে বলেন হোক সে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সে যেই হোক না কেন বিএনপির নেতা কর্মীদের দ্বারা তাদের কোন ক্ষতি হওয়া যাবেনা। যদি আপনারা কারো কোন ক্ষতি করতে চান তবে আমি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। দেশের এই চলামান পরিস্থিতি মোকাবেলায় সকলকে শান্ত ও ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। তিনি বলেন বিএনপি জনগণের ভালোবাসা নিয়ে আগামী দিনে ক্ষমতায় যেতে চায়। ওই সমাবেশ শেষে তিনি সেখানে ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের মাঝে ছাতা , জুস ও বিস্কুট বিতরণ করেন। পরে কোটা আন্দোলনে আহত বাগাতিপাড়ার সন্তান মিঠুর বাড়িতে তাকে দেখতে যান এবং তার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিজের কাধে তুলে নেন।উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক আনসার আলী সরকারের সভাপতিত্বে ওই সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পৌর মেয়র শরিফুল ইসলাম লেলিন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শামিম সরকার প্রমূখ।

আরও দেখুন

সিংড়ায় ঝড়ে ভেঙ্গে পড়লো শতবর্ষী বৃক্ষ মানিক

নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় সুকাশ ইউনিয়নের শতবর্ষী গাছ বৃক্ষ মানিক আকর্ষিকঝড়ে ভেঙ্গে পড়েছে। শতবর্ষী এই …