নিজস্ব প্রতিবেদক:
চাঁদাবজি ও বাড়ি পোড়ানো মামলায় নাটোর আদালতে হাজিরা দিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার বেলা ১১ টার দিকে ঢাকা থেকে এসে যুগ্ম জেলা জজ আদালতে তিনি হাজিরা দেন। শুনানী শেষে আদালতের বিচারক মাসুদুল হক স্বাক্ষ্য গ্রহণের জন্য ২০২০ সালের ২৩ এপ্রিল দিন ধার্য্য করেন।
আদালত সুত্রে জানা যায়, ২০০৪ সালে নলডাঙ্গার মনসুর রহমান বাদি হয়ে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে করা চাঁদাবজি মামলাটি দায়ের করেন। এর পরে ২০০৭ সালে নলডাঙ্গার শ্রী সুধির কুমার বাদি হয়ে বাড়ি পোড়ানোর ঘটনায় রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে আর একটি মামলা দায়ের করেন। ওই দুইটি মামলায় হাজিরা দেওয়ার পর আদালতের বিচারক চার্জ গঠন করে ২০২০ সালের ২৩ এপ্রিল স্বাক্ষ্য গ্রহণের দিন ধার্য্য করেন। হাজিরা শেষে আদালত থেকে বের হয়ে রুহুল কুদ্দুস তালুকদার দুলু পুনরায় ঢাকা উদ্দ্যেশে ফিরে যান।
আরও দেখুন
নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের
নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …