বৃহস্পতিবার , জুলাই ৪ ২০২৪
নীড় পাতা / জাতীয় / চাঁদপুরে ১ আগস্ট চালু হচ্ছে লিকুইড অক্সিজেন প্ল্যান্ট

চাঁদপুরে ১ আগস্ট চালু হচ্ছে লিকুইড অক্সিজেন প্ল্যান্ট

নিউজ ডেস্ক:
চাঁদপুর জেনারেল হাসপাতালে করোনা ও উপসর্গে ভর্তি রোগীদের অক্সিজেন সেবা নিরবচ্ছিন্ন করতে ১ আগস্ট থেকে চালু হচ্ছে লিকুইড অক্সিজেন প্ল্যান্ট।

শুক্রবার (৩০ জুলাই) সকালে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হাবিব উল করিম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘প্ল্যান্টের চিফ টেকনিকাল অফিসার সোহরাব উদ্দিন জানিয়েছেন সব কিছু ঠিক থকলে ১ আগস্ট থেকে আমরা লিকুইড অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধন করতে পারবো। মূল প্ল্যান্টটিতে তৈরি হবে ছয় হাজার লিটারের অক্সিজেন গ্যাস। যা অক্সিজেনে রূপান্তর হয়ে ৫১ লাখ ৬০ হাজার মিলিলিটারে দাঁড়াবে।‘

সিভিল সার্জন বলেন, ‘এই লিকুইড অক্সিজেন প্ল্যান্ট চালু হলে শুধু চাঁদপুর নয় আশপাশের জেলার রোগীরাও এর সুবিধা নিতে পারবেন। ইউনিসেফের অর্থায়নে ও সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাস্তবায়নে চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালে লিকুইড অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের কাজ শুরু হয়।’

জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৯ হাজার ৩৯৭ জন। মৃত্যুবরণ করেছেন ১৬৫ জন।

আরও দেখুন

নন্দীগ্রামে কোয়ালিটি লাইভস্টক লিমিটেড উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: নন্দীগ্রাম (বগুড়া)বগুড়ার নন্দীগ্রামে কোয়ালিটি লাইভস্টক লিমিটেড উদ্বোধন করা হয়েছে। সোমবার (১ জুলাই) দুপুরে …