রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / খেলা / চাঁদপুরে সোনালী অতীত ক্লাবের ফুটবল খেলা ও পুরস্কার বিতরণ

চাঁদপুরে সোনালী অতীত ক্লাবের ফুটবল খেলা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোর সদর উপজেলার চাঁদপুরে ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর (৩য়) উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় সোনালী অতিত ক্লাব আয়োজিত প্রধান অতিথি হিসেবে এই খেলার উদ্বোধন করেন নাটোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল।

খেলায় অংশ নেয় স্থানীয় ধ্রুবতারা বনাম রংধনু ক্লাব। উভয় পক্ষে খেলাটি ১-১ গোলে ড্র-হয়। পরে ট্রাইবেকারে ৪-২ গোলে রংধনুকে পরাজিত করে ধ্রæবতারা বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে ট্রফি তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল।

কাফুরিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য (মেম্বর) শামসুল ইসলামের সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন নাটোর প্রেসক্লাবের সভাপতি মোঃ জালাল উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, কোষাধ্যক্ষ বাবুল আকতার, সদস্য খন্দকার মোস্তাফিজুর রহমান টুলু, সাবেক খেলোয়ার নবীউল ইসলাম মন্টু, শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামের রেফারী মোজাম্মেল হোসেন ও শহিদুল ইসলাম বাবু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলাটির সার্বিক পরিচালনায় ছিলেন স্থানীয় খেলোয়ার মোস্তাফিজুর রহমান ও আব্দুল আজিজ।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …