বৃহস্পতিবার , নভেম্বর ১৪ ২০২৪
নীড় পাতা / জাতীয় / চসিকের আড়াই হাজার কোটি টাকার প্রকল্প

চসিকের আড়াই হাজার কোটি টাকার প্রকল্প

নিউজ ডেস্ক:
নাগরিক সেবা আরও বাড়াতে সড়ক উন্নয়ন, সম্প্রসারণ, ওভার ব্রিজ নির্মাণসহ বেশকিছু অবকাঠামোগত কাজ সম্পন্ন করতে প্রায় আড়াই হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। প্রি-একনেকে অনুমোদন পাওয়া বিরাট এ প্রকল্প এখন একনেকে অনুমোদিত হওয়ার অপেক্ষায়। মেগা প্রকল্পের আওতায় কর্পোরেশন এ কাজগুলো করতে পারলে আমূল বদলে যাবে বন্দরনগরী চট্টগ্রাম। চসিক সূত্রে জানা যায়, প্রকল্পের আওতায় বিমানবন্দর সড়ক সম্প্রসারণ ছাড়াও আরও অনেকগুলো সড়ক মেরামত করা হবে। নির্মাণ করা হবে ৩৮টি ওভারব্রিজ, ১৪টি ব্রিজ, ২২টি কালভার্ট ও ১০টি গোল চত্বর। এরমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হবে বিমানবন্দর সড়ককে চারলেনে উন্নীতকরণ। এ সড়কে নির্মাণ করা হবে ৬০০ মিটার ওভারপাস। প্রকল্পের অধীনে ৭৬২ দশমিক ৮৩ কিলোমিটার সড়কের উন্নয়ন করা হবে। আড়াই হাজার কোটি টাকার যে প্রকল্পটি একনেকে অনুমোদনের অপেক্ষায় তারমধ্যে রয়েছে ফ্রোটিলা মোড় থেকে ডাইডক ওমেরা পর্যন্ত ৩ দশমিক ১৪ কিলোমিটার সড়কের উন্নয়ন। একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে ২ হাজার ৪৯৯ কোটি টাকার এই মেগা প্রকল্পটি। আজ মঙ্গলবার এটি একনেক সভায় উপস্থাপিত হতে পারে।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …