শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / কৃষি / চলনবিলে আগাম বন্যায় ভূট্টা নিয়ে বিপাকে পড়েছে কৃষকরা

চলনবিলে আগাম বন্যায় ভূট্টা নিয়ে বিপাকে পড়েছে কৃষকরা

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
চলনবিলে আগাম বন্যায় ভূট্টা নিয়ে বিপাকে পড়েছে নাটোরের সিংড়ার কৃষকরা। সম্প্রতি ঘূর্ণিঝড় আম্ফান এর প্রভাবে ভারী বৃষ্টিপাত হওয়া এবং লাগাতার বৃষ্টিতে বিলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ওই এলাকার কিছু ধান ক্ষেত ডুবে গেছে পাশাপাশি ভুট্টাক্ষেত আক্রান্ত হয়েছে। আত্রাই নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন খাল দিয়ে বিলের মধ্যে পানি ঢুকতে শুরু করেছে।

ডাহিয়া ইউপি চেয়ারম্যান এম আবুল কালাম জানান, আনন্দনগর খালে স্লুইসগেট নির্মাণ করা হলে আগাম বন্যা রোধ করা সম্ভব। এতে কৃষকরা উপকৃত হবে।

উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন জানান, প্রায় ৫০ হেক্টর জমির ভুট্টা তলিয়ে গেছে। আংশিক ক্ষতি হয়েছে। সরেজমিন পরিদর্শন করে কৃষকদের পরামর্শ দেয়া হয়েছে। এবার বোরো ধানে কোন ক্ষতি না হলেও ভুট্টা সহ এই মৌসুমে ফসলের ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা।

আরও দেখুন

বড়াইগ্রামে জামায়াতের ব্যাবসায়ী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া উপজেলা মডেল মসজিদ হল রুমে শুক্রবার বাদ জুম্মা জামায়াতে …