সোমবার , নভেম্বর ১৮ ২০২৪
নীড় পাতা / জাতীয় / চট্টগ্রাম কারাগারের ৮ হাজার বন্দি পাচ্ছেন ফাইজারের টিকা

চট্টগ্রাম কারাগারের ৮ হাজার বন্দি পাচ্ছেন ফাইজারের টিকা

নিউজ ডেস্ক:

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ৮ হাজার বন্দিকে করোনাভাইরাস থেকে সুরক্ষা দিতে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে কারাগারের ভেতরে স্থাপিত আটটি বুথে এই টিকা কার্যক্রম শুরু হবে।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, একদিকে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়ছে, অন্যদিকে সরকার দেশের সব মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যে কাজ করছে। তাই কারাবন্দিরাও এই কার্যক্রম থেকে বাদ যাবে না।

চলতি বছরের এপ্রিল মাস থেকে কারাবন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ বন্ধ রেখেছে চট্টগ্রাম কারা কর্তৃপক্ষ। তবে টিকা কার্যক্রম পুরোপুরি শেষ হলে স্বজনদের সঙ্গে  বন্দিদের পুনরায় সাক্ষাতের সুযোগ দেওয়া হতে পারে বলে মনে করছেন কারাগারের কর্মকর্তারা।

চট্টগ্রাম কারাগারের জেলার দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, সব বন্দিকে টিকার আওতায় আনা হবে। বৃহস্পতিবার টিকা কার্যক্রম শুরু করতে ইতোমধ্যে বুথ স্থাপনসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

আরও দেখুন

নাটোরের লালপুরে ঠিকাদারের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,, নাটোরের লালপুরে মজিবর রহমান (৫৫) নামে এক ঠিকাদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। …