সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / চট্টগ্রামে ৩ ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে ৩ ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে চন্দনাইশ উপজেলার সদর এলাকায় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় ৩টি ফার্মেসিকে ৫ হাজার করে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 
শনিবার (৩১আগাস্ট) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমার নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। জরিমানাকৃত ফার্মেসিগুলো হলো চন্দনাইশ সদরের শাহ আমিন উল্লাহ ফার্মেসি, মায়ের দোয়া ফার্মেসি এবং সৌদিয়া ফার্মেসি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা বলেন, উক্ত ৩ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় ভোক্তা অধিকার আইনে জরিমানা আদায় করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও দেখুন

নাটোরে ধর্ষণ চেষ্টায় ১ জনের আটকাদেশ

নিজস্ব প্রতিবেদক: নাটোর সদর থানার লক্ষিপুর খোলাবাড়িয়া এলাকায় শিশু(০৭) কে ধর্ষন চেষ্টায় আব্দুর রহমান(১৭)কে ১০ …