রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / চকবৈদ্যনাথ এলাকায় খাদ্য উপহার পৌঁছে দিলেন মেয়র জলি

চকবৈদ্যনাথ এলাকায় খাদ্য উপহার পৌঁছে দিলেন মেয়র জলি

নিজস্ব প্রতিবেদক:
নাটোর পৌরসভার চকবৈদ্যনাথ এলাকায় খাদ্য উপহার পৌঁছে দিলেন মেয়র উমা চৌধুরী জলি। সোমবার বিকেলে তিনি তার প্রতিনিধির মাধ্যমে এই খাদ্য উপহার পৌঁছে দেন।

প্রতিদিনের ন্যায় করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় ৯নং ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত অসহায় দিনমজুর ৮০ জন মানুষদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য উপহার সামগ্রী পৌঁছে দেন তিনি। সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতো আকরাম উল হোসেন আক্কূ ও মোঃ রানা ।

মেয়র জানান, শারিরিক অসুস্থতার জন্যে তিনি নিজ হাতে বিতরণ করতে পারছেন না। তাই ঈদের আগেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রেরিত খাদ্য উপহার প্রতিনিধির মাধ্যমে তুলে দিচ্ছেন। তিনি সকলের কাছে তার দ্রুত সুস্থতার জন্যে দোয়া চান।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …