মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / ঘোড়াঘাটে ড্রেন নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে একজনের মৃত্যু

ঘোড়াঘাটে ড্রেন নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, হিলিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে ড্রেন নির্মাণ করাকে কেদ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে রুমুন মিয়া (৩১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার রানীগঞ্জ কুলআনন্দপুর গ্রামে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, রবিবার বিকেলে উপজেলার রানীগঞ্জ কুলআনন্দপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে রুমুন মিয়ার সাথে একই এলাকার প্রতিপক্ষ গোলজারের ছেলে লাবু মিয়ার সাথে বাকবিতন্ডার হয়। এর এক পর্যায়ে লাবু মিয়া রুমুন মিয়াকে লাঠি দিয়ে আঘাত করলে সে মাটিতে লুটে পড়ে।

গুরুত্বর আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলার ওসমানপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে ওই য়ুবকের মৃত্যু হয়। এব্যপারে থানায় মামলা দায়ের হয়েছে।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …