সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / ঘোড়াঘাটে ডাকাতির প্রস্ততিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার

ঘোড়াঘাটে ডাকাতির প্রস্ততিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার

 

নিজস্ব প্রতিবেদক, হিলি
দিনাজপুরের ঘোড়াঘাটে ডাকাতি প্রস্ততিকালে চার ডাকাতকে আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।শুক্রবার দিবাগত রাত দেড় টার দিকে উপজেলার বেলোয়া আদিবাসী প্রথামিক বিদ্যালয়ে পার্শ্বে থেকে ৪ ডাকাতকে দেশী অস্ত্রসহ আটক করা হয়।

আটককৃতরা হলো, দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার শীবরামপুর গ্রামের হাছেন আলীর ছেলে মনোয়ার হোসেন (৩৮) একই গ্রামের আবুল হোসেনের ছেলে আক্তারুল (২৮)। অপর দুইজন হলেন, পাশ্ববর্তী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আলীগাঁও গ্রামের রোস্তম আলীর আলীর ছেলে আশরাফুল ইসলাম (২৬) ও একই উপজেলার পুইয়াগাড়ী গ্রামের জসিম উদ্দীনের ছেলে আঃ বারিক (৩৫)।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম জানান, উপজেলার বেলোয়া আদিবাসী প্রথামিক বিদ্যালয়ে পাশ্বে ডাকাতির উদ্দেশ্যে একত্রিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ডাকাত দলকে ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালানোর চেষ্টা করলে তা বিফল হয়। এ সময় তাদের নিকট থেকে একটি গ্রিল কাটার, বড় কেসি, শীট কাটার, সাবল, পশু কুড়াল, রড, রেঞ্জ ও রশিসহ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটককৃত ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন থানাসহ ঘোড়াঘাট থানায় অপহরণ, ডাকাতি ও ধর্ষণ সহ একাধিক মাদক মামলা রয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *