শনিবার , ডিসেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / ঘোড়াঘাটের ওসমানপুর সোনালী ব্যাংক লক-ডাউন

ঘোড়াঘাটের ওসমানপুর সোনালী ব্যাংক লক-ডাউন

নিজস্ব প্রতিবেদক, হিলি:
ব্যাংক কর্মচারী ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় দিনাজপুর ঘোড়াঘাটের ওসমানপুর সোনালী ব্যাংক লকডাউন ঘোষণা করা হয়েছে।

ওই সোনালী ব্যাংকের কর্মচারি করোনায় আক্রান্ত হওয়ায় রবিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম ওসমানপুর সোনালী ব্যাংকটি লকডাউন ঘোষনা করেন। সোনালী ব্যাংক ম্যানেজার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদা খানম জানান, ব্যাংকের শাখাটি আগামী ২৫ জুন পর্যন্ত লকডাউন ঘোষনা করা হয়েছে। এ সময়ে ব্যাংকের সকল কার্যক্রম বন্ধ থাকবে। বন্ধ থাকাকালীন ব্যাংকের পার্শবর্তী অন্য শাখায় গ্রাহকদের লেনদেন করতে বলা হয়েছে।

করোনা ভাইরাসের উপসর্গ থাকা ব্যাংকের দুই কর্মচারি সহ ১৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসলে লকডাউন তুলে নেয়া হবে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সোনালী ব্যাংকটি লকডাউনের আওতায় থাকবে।

আরও দেখুন

বড়াইগ্রামে জামায়াতের ব্যাবসায়ী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া উপজেলা মডেল মসজিদ হল রুমে শুক্রবার বাদ জুম্মা জামায়াতে …