শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / আবহাওয়া / ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন

ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন


নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে প্রকৃতি। গত তিনদিন ধরে কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে না। ফলে প্রচন্ড কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে নাটোরের গুরুদাসপুরের জনজীবন। দেখা গেছে, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কসহ গ্রামীণ রাস্তার যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে ও ঝুঁকি নিয়ে ধীরগতিতে চলাচল করতে হচ্ছে।

ঘন কুয়াশার মধ্যেই এভাবে চলাচল করতে গিয়ে মানুষের ভোগান্তি বেড়েছে। করোনা দুর্যোগ ও ঘন কুয়াশার কারণে মানুষ জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেনা। বিশেষ করে দিনমজুর ও নিম্নআয়ের মানুষদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। কাজে যেতে না পাড়ায় আর্থিক কষ্টের মধ্যে অলস সময় কাটাতে হচ্ছে তাদের। পণ্যের দোকানগুলোতেও বেচাকেনা নেই।

পৌর সদরের চাঁচকৈড় বাজারের কাঁচা ব্যবসায়ী শাহানুর শেখ জানান, বাজারে শীতকালীন প্রচুর শাকসবজি উঠলেও ক্রেতার অভাবে বেচাকেনা খুবই কম হচ্ছে। ফলে তরিতরকারি এখন পানির দামে বিক্রি হচ্ছে। এদিকে ঘন কুয়াশার কারণে রবিশস্য আবাদ বিশেষ করে রসুন চাষ নিয়ে শঙ্কিত রয়েছেন কৃষকরা। তাদের ধারণা দু’একদিনেই কুয়াশা কেটে যাবে। বাড়তে পাড়ে শীতের তীব্রতা।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …