সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য পৌর এলাকা

গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য পৌর এলাকা


নিউজ ডেস্ক:
গত ১৬ জানুয়ারি গাইবান্ধা পৌর নির্বাচনে ভোট গ্রহণের পর পূর্ব কোমরনই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে পুলিশের ওপর হামলা চালানো হয়। আগুন দেয়া হয় তাদের গাড়িতে। ভাঙচুর করা হয় র‌্যাবের গাড়িও। সেই ঘটনার পর পেরিয়ে গেছে ১৩ দিন। জড়িত সন্দেহে এ পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দুটি মামলায় ৩শ’ অজ্ঞাতসহ আসামি করা হয়েছে প্রায় ৪শ জনকে। স্থানীয়দের অভিযোগ, অনেকের বাড়িতে তল্লাশির নামে ভাঙচুর করেছে পুলিশ।

এদিক, গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়েছে এলাকা। নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় নারীরা।

তবে, পুলিশ বলছে জড়িত নয় এমন কাউকেই হয়রানি করা হবে না। গাইবান্ধার পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ‘এটা মোটেও সঠিক নয়। নিরপরাধ মানুষকে আমরা হয়রানি করি না। যাার প্রকৃত অপরাধী তাদের খুঁজে বের করার জন্যই এই অভিযান।’

উল্লেখ্য, ভোট গ্রহণের দিন হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ৫ জনসহ আহত হয়েছিলেন ২৫ জন।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …