নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, গ্রামের মানুষ অবহেলিত ছিলো, বিগত দিনে উন্নয়ন হয়নি, বর্তমানে উন্নয়ন হচ্ছে। গ্রাম শহরে রুপ নিচ্ছে। যা বর্তমান সরকারের অবদান। আমাদের বিরুদ্ধে বিএনপি সরকার মিথ্যা মামলা দিয়েছে। জেল খেটেছি, আপনারা আমাকে পরপর তিনবার বিপুল ভোটে নির্বাচিত করেছেন। আমি আপনাদের সুখে দুংখে পাশে আছি, এলাকার উন্নয়নের জন্য আপ্রান চেষ্টা করছি।
জননেত্রী শেখ হাসিনা সরকার জনগনের সরকার। যার জন্য বাংলাদেশে আমুল পরিবর্তন ঘটেছে। গ্রাম এখন উন্নয়নের মডেল। আধুনিক নাগরিক সুবিধা এখন গ্রামের মানুষ পাচ্ছে। বাড়ি বাড়ি বিদ্যুত, রাস্তা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, ইন্টারনেট সংযোগ প্রদান সরকার করেছে। গ্রামে গ্রামে উন্নয়নের ছোয়া বর্তমান সরকার দিয়েছে। শহরের সুযোগ সুবিধা পাচ্ছে।
চলনবিলের মাটি সোনার মাটি। শস্য শ্যামলে মাটি উর্বর। মানুষের খাদ্যের অভাব পুরন হচ্ছে। এ দুর্যোগে পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ।
প্রতিমন্ত্রী শুক্রবার সকাল ১১ টায় চৌগ্রাম ইউনিয়নের ক্ষিদ্রবড়িয়া উচ্চ বিদ্যালয়ে বন্যার্ত ২০০ পরিবারের মাঝে ত্রান বিতরণকালে উপরিউক্ত কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, চৌগ্রাম ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহেদুল ইসলাম ভোলা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, জেলা পরিষদ সদস্য সালাহউদ্দিন আল আজাদ ছানা, রায়হান কবির টিটু, চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাব হোসেন জিন্নাহ, সাধারণ সম্পাদক বারিক হোসেন প্রমূখ।
আরও দেখুন
বাগাতিপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া…………..নাটোরের বাগাতিপাড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইসমাইল হোসেন (৫৫) নিহত হয়েছে। আজ ৬ …