রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গোয়ল ঘরে আগুন, ভ্যান চালকের ছাগল পুড়ে ছাই

গোয়ল ঘরে আগুন, ভ্যান চালকের ছাগল পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক,বাগাতিপাড়া:

নাটোরের বাগাতিপাড়ায় গোয়ল ঘরে আগুন লেগে অসহায় ভ্যানচালকের ১০ টি ছাগল ও ২০টি ব্রয়লার মুরগীসহ গবাদিপশু পুড়ে ছাই হয়ে গেছে।এতে প্রায় ১ থেকে দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।


মঙ্গলবার (১৬ই এপ্রিল) রাতে উপজেলার জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া মধ্যপাড়া এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ ভ্যানচালকের নাম আব্দুর রাজ্জাক(৪৩)। তিনি ওই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।
ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা জানান,মঙ্গলবার রাত ১ টার কিছু আগে পাশের বাড়িতে থাকা আব্দুর রাজ্জকের মামী রিনা বেগম (৫৫) বাইরে শব্দ শুনে বের হলে প্রথম ঘরে আগুন দেখতে পান। পরে তার চিৎকার শুনে আশেপাশের মানুষ এসে আগুন নিভানোর চেষ্টা করে।

তবে, তার আগেই ২ টি গোয়াল ঘরসহ ঘরে থাকা ১০ টি ছাগলের মধ্যে ৭ টি পুড়ে মারা যায়। বাকি ৩ টির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেগুলোকে পরে জবাই করা হয়। এসময় ২০ টি ব্রয়লার মুরগী, ২ টি রাজহাঁস ও ১টি ধান মাড়াই করা মেশিন পুড়ে যায়।

ক্ষতিগ্রস্থ ভ্যান চালক আব্দুর রাজ্জকের ধারণা কেউ শত্রæতা করে তার বাড়িতে আগুন দিয়েছে।
ওই এলাকার ৬ নং ওয়ার্ড মেম্বার আইয়ুব আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …