মঙ্গলবার , এপ্রিল ৮ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / গোমস্তাপুরে মহানন্দা নদীতে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ

গোমস্তাপুরে মহানন্দা নদীতে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের মহানন্দা নদীতে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের বেগুনবাড়ী গ্রামের মহানন্দা নদীতে ওই ব্যক্তির ভাসবাস লাশ পাওয়া যায়।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দীন জানান, আজ সকালে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের বেগুনবাড়ী গ্রামের মহানন্দা নদী থেকে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে। তবে স্থানীয়রা উদ্ধারকৃত মৃত ব্যক্তিটিকে কেউ চিনতে পারেনি। মৃতদেহ ব্যক্তিটির বয়স আনুমানিক ৪৫ বছর। পরনে জিন্স প্যান্ট, গায়ে সবুজ গেঞ্জি, পায়ে সাদা জুতা ছিল। লাশ ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

এদিকে এলাকাটি সীমান্তের কাছাকাছি হওয়ায় ভারতীয় কোন ব্যক্তির মরদেহ হতে পারে বলে স্থানীয় লোকজন মনে করছে।

আরও দেখুন

গাজায় গণহত্যার প্রতিবাদে বাউয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসন ও নির্মম গণহত্যার প্রতিবাদে ক্লাস বর্জন করে …