রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গোপালপুর পৌর নির্বাচনে নৌকার মনোনয়ন পেতে যুবলীগ সভাপতি নাজমুলের শোডাউন

গোপালপুর পৌর নির্বাচনে নৌকার মনোনয়ন পেতে যুবলীগ সভাপতি নাজমুলের শোডাউন

রাশেদুল ইসলাম:
দিন দিন জমে উঠছে নাটোরের দ্বিতীয় ধাপে লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার নির্বাচন। দলীয় মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীরা মোটরসাইকেল শোডাউন, পথসভা, উঠান বৈঠক, গণসংযোগসহ নানা ভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা।

এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী গোপালপুর পৌর যুবলীগের সভাপতি নাজমুল হোসেন মেয়র পদে নিয়োমিত প্রচারণার অংশ হিসাবে বুধবার বিকেলে এক মোটরসাইকেল শোডাউন করে। শোডাউনটি পৌরসভার কালুপাড়া মোড় থেকে বেরহয়ে বিভিন্ন ওয়ার্ড প্রদক্ষিন করে কালুপাড়া মোড়ে এসে পথসভা করে।

পথসভায় মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি নাজমুল হোসেন বলেন, দীর্ঘ দিন ধরে তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ করে আসছেন, পৌরসভার আপাময় জনগণ তার পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে, রাজনীতি করতে গিয়ে তিনি কারাবাসও করেছেন, তাই দল যদি তার রাজনৈতিক জীবন পর্যালোচনা করে তাকে মনোনয়ন দেয় তাহলে তিনি একটি আধুনিক ও পরিচ্ছন্ন পৌরসভা উপহার দিবেন। এসময় বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা তার শোডাউনে উপস্থিত ছিলেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …