নিজস্ব প্রতিবেদক,লালপুর: নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌর এলাকায় টিসিবি’র পণ্য-সামগ্রী বিতরণের শুভ উদ্বােধন করা হয়েছে। সকালে গোপালপুর বাজারে এই উদ্বোধন করেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী। এখান থেকে রমজান মাস পর্যন্ত প্রতিদিন লোকজন ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারবে। সয়াবিন তেল ৮০ টাকা লিটার, মসুর ডাল ও চিনি ৫০ টাকা কেজি দরে। সারাদেশে টিসিবির ডিলারদের মাধ্যমে ন্যায্যমূল্যে এই সকল পণ্য সরবরাহ করা হচ্ছে। রমজান মাসে পণ্যের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন বিসিবি কর্তৃপক্ষ।
