রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গোপালপুর পৌরসভায় নৌকা প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানিয়ে যুবলীগের মতবিনিময় সভা

গোপালপুর পৌরসভায় নৌকা প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানিয়ে যুবলীগের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
১৬ জানুয়ারী ২য় ধাপ পৌরসভা নির্বাচনে নাটোরের লালপুরের গোপালপুর পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী রোকসানা মোর্তজা লিলিকে নৌকা প্রতীককে ভোট প্রদানের আহ্বান জানিয়ে এক মতবিনিময় সভা করেছে কেন্দ্রীয় যুবলীগ।

বুধবার দুপুর ২ টার দিকে উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিমিটেডের অতিথি ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আরিফুল ইসলাম উজ্জ্বল।

এছাড়া লালপুর উপজেলা যুবলীগের সভাপতি ও বিলমাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু সহ উপজেলা যুবলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে আপনারা ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের মাঠে কাজ করুন ও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে যেসব উন্নয়নমূলক কাজ  হয়েছে সেগুলো তুলে ধরুন এবং নৌকা প্রতীকের ভোট প্রার্থনা করুন।
বক্তারা আরো বলেন, নৌকা প্রতীককে বিজয়ী করে মেয়র পদটি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে উপহার দেওয়ার আহ্বান জানান তাঁরা।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …