শুক্রবার , এপ্রিল ৪ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / গোপালপুর উচ্চ বিদ্যালয় এর সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতি

গোপালপুর উচ্চ বিদ্যালয় এর সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতি


নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে গোপালপুর উচ্চ বিদ্যালয় এর ৫০ বছর এর সুবর্ণ জয়ন্তী  উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার বিকেলে শিক্ষা প্রতিষ্ঠানের কক্ষে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের এক আলোচনা সভায় এই কমিটি গঠন করা হয়। এ সময় ১৯৮৮ সালের ব্যাচের শিক্ষার্থী ও বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুল হক আতিককে আহ্বায়ক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আলাউদ্দিন মন্ডল কে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১৯৮৩ শিক্ষা ব্যাচের শিক্ষার্থী সাইফুল ইসলাম রানা, ১৯৯৮ ব্যাচের শিক্ষার্থী শরিফ আহম্মেদ লিংকন , ১৯৯২ ব্যাচের শিক্ষার্থী মাজহারুল ইসলাম লিটন, ওয়ালিউল, ১৯৯৩ ব্যাচের শিক্ষার্থী সোহেল রানা সহ বিভিন্ন শিক্ষা বর্ষের শিক্ষার্থীরা।

আরও দেখুন

বড়াইগ্রামে মহিলা ফুটবল দলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,শহীদ সানাউল্লাহ নূর বাবু স্বৃতি মহিলা প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। …