রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / গোপালপুরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে দুই ফার্মেসীকে জরিমানা

গোপালপুরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে দুই ফার্মেসীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে গোপালপুর বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ঔষুধ রাখার অপরাধে ভাই ভাই ফার্মেসী ও খন্দকার ফার্মেসীকে জরিমানা করা হয়।

আজ মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে উপজেলার গোপালপুর বাজারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন নাটোর জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক শামসুল আলম এর ভ্রাম্যমান আদালত।

এসময় গোপালপুর বাজারে মেয়াদ উত্তীর্ণ ঔষুধ রাখায় ভাই ভাই ফার্মেসী ও খন্দকার ফার্মেসীকে ২ টি মামলায় ২ জনকে মোট (৮০০০) আট হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া গোপালপুর বাজারে বিভিন্ন মুদি দোকানে চাউল, তেল, পিয়াজ এর মূল্য যাচাই-বাছাই করেন এবং ক্রয় ও বিক্রয় তালিকা তৈরী করতে বলেন। এছাড়া লালপুর থানার পুলিশ ফোর্স অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …