মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গোপনে নিয়োগ দিতে গিয়ে হামলার শিকার মাদ্রাসা সভাপতি

গোপনে নিয়োগ দিতে গিয়ে হামলার শিকার মাদ্রাসা সভাপতি

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে স¤প্রতি বহিস্কার হওয়া আলোচিত সমালোচিত মিনি এমপি খ্যাত নজরুল ইসলাম ওরফে মিনি নজরুল মারধরের শিকার হয়েছেন।
শুক্রবার (১৬ জুন) বেলা ১২ টার দিকে উপজেলার গোপীনাথপুর দাখিল মাদ্রাসার শিক্ষক নিয়োগ বোর্ডে হামলার শিকার নজরুলের মাথা, কান ও বাম হাতের আঙ্গুল কেটে গেছে। গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন নেওয়া হয়েছে। নজরুল গোপিনাথপুর গ্রামের আমির আলীর ছেলে।

একটি বিশেষ সূত্রে জানা যায়, গোপনে নৈশ্য প্রহরী পদে মোটা অংকের বিনিময়ে নিয়োগ দেওয়ার সময় স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়। নজরুলের স্ত্রী শিউলি বেগম বলেন, মাদ্রাসার নিয়োগ চলাকালীন সময়ে নাজিরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শওকত রানা লাবুর সন্ত্রাসী বাহিনী সুমন, সুরুজ, হামিদুল সিরাজ ও শিহাবরা দলবদ্ধ হয়ে অতর্কিত হামলা চালিয়ে তার স্বামীকে হত্যাচেষ্টা করে। তিনি এর বিচার চান। নজরুলের বড় ভাই প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম বলেন, থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গুরদাসপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোনোয়ারুজ্জামান বলেন, অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন

সিংড়ার শুকাশ ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,বাংলাদেশ জামায়াতে ইসলামী সিংড়া উপজেলার শুকাশ ইউনিয়নে সেটআপ প্রোগ্রাম (কমিটি গঠন) সম্পন্ন হয়েছে। …