সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাজশাহী / গোদাগাড়ীতে সড়কে মায়ের সামনেই কেড়ে নিল শিশুর প্রাণ

গোদাগাড়ীতে সড়কে মায়ের সামনেই কেড়ে নিল শিশুর প্রাণ

নিজস্ব প্রতিবেদক , গোদাগাড়ী
রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১ টার দিকে রাজশাহী -চাঁপাইনবাবঞ্জ মহাসড়কে সিএন্ডবি এলাকায় মায়ের সাথে রাস্তা পারাপার হওয়ার সময় ঢাকা কোচের ধাক্কায় ফাহিম নামে এক শিশু ঘটনা স্থলেই নিহত হয়।

নিহত শিশু ফাহিম (৬) গোদাগাড়ী উপজেলার চব্বিশনগর গ্রামের মুরাদ হোসেনের ছেলে। তবে ফাহিম তার নানার বাড়ী সিএন্ডবি আঁচুয়া এলাকায় বেড়াতে যাচ্ছিল সে সময় এ ঘটনা ঘটে ।

প্রত্যক্ষদর্শীরা জানান,দুপুরের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাই নবাবগঞ্জ গামী দেশ ট্রাভেলসের একটি ঢাকা কোচ সিএন্ডবি কামারের বাড়ীর সামনে রাজশাহী -চাঁপাইনবাবঞ্জ মহাসড়কে মায়ের সামনেই শিশুটিকে ধাক্কা দিলে ফুটপাতে গিয়ে পড়ে এবং মাথা ফেটে মস্তিষ্ক বের হয়ে সেখানেই তার মৃত্যু হয়।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম জানান,ঘাতক ঢাকা কোচটিকে আটকের জন্য চেষ্টা চলছে। নিহত ফাহিমকে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে এবং একটি অপমৃত্যু মামলা দায়ের হতে পারে।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …