রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাজশাহী / গোদাগাড়ীতে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোদাগাড়ীতে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী:
রাজশাহীর গোদাগাড়ীতে আঁখি আক্তার (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (২১ নভেম্বর) উপজেলার গড়েরমাঠ এলাকা থেকে গোদাগাড়ী থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে। জানা যায় আঁখি আক্তার নওগাঁ নেয়ামতপুরের আফজাল হোসেনের মেয়ে।

সোমবার মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জানা যায়,প্রেম থেকে বিয়ে হয় মৃত বজলুর রহমানের ছেলে সাগরের সাথে।কিন্তু বিয়ের পর থেকেই শারিরীক এবং মানসিক নির্যাতন করতেন সাগর।অত্যাচার সহ্য করতে না পেরে আখি আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেন।এলাকাবাসী দেখে কয়েক দফা তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনেন।শেষ সোমবার সাড়ে চারটার দিকে গলাই ফাঁস নেয় আঁখি আক্তার।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে গোদাগাড়ী থানা পুলিশ।

গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম জানান,খবর পেয়ে মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (মর্গে) পাঠানো হয়েছে।মরদেহটি ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। গৃহবধূর বাবাকে খবর দেওয়া হয়েছে। তারা অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …