রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / গোদাগাড়ী রেললাইনে ট্রেনে কাটা পড়ে কৃষকের মৃত্যু

গোদাগাড়ী রেললাইনে ট্রেনে কাটা পড়ে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী:
রাজশাহীর গোদাগাড়ীতে রেললাইনে ট্রেনে কাটা পড়ে বিটুএল হাসদা (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রিশিকুল ইউনিয়নের ছয়ঘাটি নামক স্থানে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। সে গোগ্রাম ইউনিয়নের গড়ডাইং গ্রামের মিতাইল হাসদার ছেলে।

পুলিশ জানায়, প্রতিদিনের মত বৃহস্পতিবারও রেললাইনের ধারে ছয়ঘাটি এলাকায় কৃষি জমিতে কাজ করতে যায় বিটুএল হাসদা সে সময় দুপুরে ট্রেনের ধাক্কায় আহত হলে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

কাকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল লতিফ বলেন, খবর পেয়ে আমারা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিটুএল হাসদা নামের কৃষক ট্রেনে কাটা পড়ে মারা গেছে। বিষয়টি রেলওয়ে পুলিশ দেখবে বলে তিনি জানান।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …