সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / গোদাগাড়ী পৌরসভার আবারও নৌকার প্রার্থী হলেন অয়েজ উদ্দিন বিশ্বাস

গোদাগাড়ী পৌরসভার আবারও নৌকার প্রার্থী হলেন অয়েজ উদ্দিন বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী:
রাজশাহী জেলার গোদাগাড়ী পৌরসভা উপ- নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকার মাঝি হিসেবে চুড়ান্ত ভাবে মনোনীত হলেন গোদাগাড়ী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি অয়েজ উদ্দিন বিশ্বাস। উল্লেখ্য সদ্য নির্বাচিত মেয়র মুনিরুল ইসলাম বাবু এই বছর ২১ শে এপ্রিল ভারতের বাঙ্গালুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। এর পর গোদাগাড়ী পৌরসভার মেয়র পদটি শূন্য হয়। আ

ওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ সেপ্টেম্বর ২০২১ শনিবার সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভার সিদ্ধান্ত মোতাবেক পৌরসভা উপ নির্বাচন ২০২১ ইং রাজশাহী বিভাগের রাজশাহী জেলার গোদাগাড়ী পৌরসভার উপ নির্বাচনে প্রবীণ আওয়ামী লীগ নেতা অয়েজ উদ্দিন বিশ্বাসের নাম ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক দলীয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এখবর নিশ্চিত করেছেন।

এদিকে গোদাগাড়ী পৌর এলাকায় এ খবর পৌছামাত্র দলীয় নেতাকর্মীদের মাঝে প্রানচাঞ্চলতা ফিরে এসেছে। তারা বলেন নেত্রীর ঘোষণা অনুযায়ী আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীগণ নৌকার জয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ রয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …