নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী:
রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ৩ কেজি ৭৭৮ গ্রাম হেরোইনসহ দুই মাদককারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গোদাগাড়ী পৌর সদর শহীদ ফিরোজ চত্বরে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার এনায়েতপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে ট্রাক ড্রাইভার সুজন আলী (২১) ও একই উপজেলার হামিদপাড়া গ্রামের সিরুজুলের ছেলে হেলপার মো: সুজন (২৩)।
গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল ১৭ ফেব্রুয়ারি বুধবার রাত সাড়ে ৭ টার দিকে গোদাগাড়ী বাস স্ট্যান্ডে অপারেশন পরিচালনা করে ৩ কেজি ৭৭৮ গ্রাম হেরোইন, ২টি মোবাইল , ৩টি সিম কার্ড, ১টি পিকআপ, ১টি মেমোরি কার্ড, ৬৪ ক্যারেট টমেটো (১২৮০ কেজি টমেটো), ১ সেট গাড়ীর কাগজপত্রসহ তাদের গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব-৫।
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাজশাহী / গোদাগাড়ীতে ৩ কেজি ৭৭৮ গ্রাম হেরোইনসহ দুই মাদককারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫
আরও দেখুন
নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …