সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় বাবা ছেলে নিহত

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় বাবা ছেলে নিহত

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী:
রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাক চাপায় বাবা ছেলে দু’জন নিহত হয়েছেন। শনিবার রাত পোনে ১১ টার দিকে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে দেওপাড়া ইউনিয়নের বিজয়নগর নিমতলা নামক স্থানে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন বাবা ও ছেলে এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহী গামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের উপরে উঠে গেলে বাবা ছেলে দুজনেই নিহত হন। নিহত বাবা হলেন রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের গোলাই গ্রামের আব্দুল জলিলের ছেলে আব্দুস সালাম (৬০) ও ছেলে মোঃ ইব্রাহিম (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজাবাড়ীর বিজয়নগর নিমতলা পার্শ্ব রাস্তা থেকে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উঠার জন্য মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন আব্দুস সালাম ও তার ছেলে এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা অজ্ঞাত একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল কে চাঁপা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা বাবা ঘটনাস্থলেই নিহত হয়। পরে রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ছেলেকে মৃত ঘোষণা করে।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, আব্দুস সালাম ও তার ছেলে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উঠার জন্য নিমতলা বিজয়নগর পার্শ্ব রাস্তায় অপেক্ষা করছিলেন এ সময় অজ্ঞাতনামা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলকে চাপা দেয়, এতে বাবা ঘটনাস্থলে নিহত হয়। ছেলে মেডিকেলে মারা যায়। বাবার মরদেহ বাড়ীতে রয়েছে এবং ছেলের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। পরে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …