নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী:
রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়ী চাপাল এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন চিকিৎসক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) রাত সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে। নিহত চিকিৎসক রাজশাহী মহানগর শাহমুখদুম এলাকার ডাক্তার হীরক বিশ্বাস(৪০) । আহত ব্যাক্তি হলেন, একই এলাকার বড় বনগ্রামের আরশাদ আলীর ছেলে রাসেল (২২)।
স্থানীয়রা জানান, একটি মোটরসাইকেলে করে তারা গোদাগাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে রাজাবাড়ী এলাকায় কামাল অটো রাইস মিলের সামনে চাঁপাইনবাবগঞ্জ এর দিক থেকে আসা একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই চিকিৎসকের মৃত্যু হয়। এ সময় আহত হন মোটরসাইকেল আরোহী রাসেল । স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রেমতলী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখান রাসেলের অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজে স্থানান্তর করেন।
প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …