রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত একজন

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত একজন

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ীঃ

গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় ব্যাটারী চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। উপজেলার রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের বসন্তপুর এলাকায় রবিবার বিকেল ৫ টায় এ ঘটনা ঘটে।  

নিহত মাওলানা দুরুল হুদা (৫৫) গোদাগাড়ী পৌর এলাকার ভগবন্তপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আহত একজন হলেন চাঁপাইনবাবগঞ্জের রহনপুর এলাকার আব্দুল খালেকের মেয়ে নিয়ন্তা (২৬) অপরজনের পরিচয় পাওয়া যায়নি। 

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, একটি গ্যাসের সিলিন্ডার ভর্তি ট্রাক চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল সে সময় চাঁপাইনবাবগঞ্জ গামী একটি ব্যাটারি চালিত অটোরিকশায় ধাক্কা লাগলে  নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকলে মরদেহ হস্তান্তর করা হবে। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …