মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরহী যুবক নিহত

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরহী যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক,গোদাগাড়ী: রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মাসুদ হায়দার (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ রবিবার বেলা ১১ টার দিকে  উপজেলার গোদাগাড়ী  আমনুরা মহাসড়কের লালবাগ হ্যালিপাড নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ হায়দার (৩৫) গোদাগাড়ী পৌর এলাকার রামনগর গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আলীর ছেলে।  মাসুদ গোদাগাড়ীতে ইন্টারনেট ক্যাবল সংযোগের ব্যবসা করতেন। প্রতাক্ষদর্শীরা জানান, মাসুদ  একটি মোটরসাইকেলে চড়ে গোদাগাড়ীর  দিকে আসছিল  এসময় আমনুরা গামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল আরহী যুবক রাস্তায় ছিটকে পড়ে। সে সময় ঘাতক ট্রলিটি পালিয়ে যায়। পরে গোদাগাড়ী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে তাকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, নিহত যুবক মোটরসাইকেল যোগে  বাড়ি ফিরছিল সে সময় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হবে বলেও তিনি জানান।2 Attachments

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *