সোমবার , এপ্রিল ১৪ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / গোদাগাড়ীতে রাতের আধাঁরে বাড়ি বাড়ি ঘুরে কম্বল দিলেন ইউএনও

গোদাগাড়ীতে রাতের আধাঁরে বাড়ি বাড়ি ঘুরে কম্বল দিলেন ইউএনও

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী:
রাজশাহীর গোদাগাড়ীতে রাতের আঁধারে বাড়ি বাড়ি ঘুরে কম্বল দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জানে আলম। সোমবার (১ ফেব্রুয়ারী) রাত ৯ টার দিকে দুর্যোগ ব্যবস্থােনা ও ত্রাণ মন্ত্রবালয় হতে প্রাপ্ত গোদাগাড়ী ইউনিয়নে আতাহারি ও আতাহারি লাইন পাড়া, মোহনপুর ইউনিয়নে কলিপুর ও মাধাইপুর গ্রামে কম্বল, মহিলাদের চাদর, পুরুষের চাদর, দুস্ত অসহায়, বয়স্ক, আদিবাসি ব্যক্তিদের মাঝে  বিতরণকরেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী আবু বাশির।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জানে আলম প্রায় ২৫০ টি বাড়িতে গিয়ে নিজের হাতে কম্বল গায়ে জড়িয়ে দেন শীতার্তদের। রাস্তার পাশে, প্রত্যন্ত গ্রামের প্রকৃত অসহায় ও শীতার্ত মানুষদের খুঁজে খুঁজে কম্বল ও চাদর দেন।

কম্বল পেয়ে আজাহার আলী নামে এক দৃষ্টিপ্রতিবন্ধী বলেন, ‘এই শীতে কেউ কোনো খোঁজ না দিলেও ইউএনও স্যার নিজে এসে কম্বল দিয়েছেন। কম্বল পেয়ে আমি অনেক খুশি। 

তিনি বলেন, এই শীতে গরিব, দুঃখী মানুষ খুব অসহায়। সবার উচিত এসব অসহায়, দুস্থ ও দরিদ্রদের পাশে এসে দাঁড়ানো।

আরও দেখুন

নন্দীগ্রামে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) …