শনিবার , জানুয়ারি ৪ ২০২৫
নীড় পাতা / অন্যান্য / গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী: “জাতীয় উন্নয়ন অর্থবহ করতে অবহেলিত জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তাসহ মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে”শ্লোগানকে সামনে রেখে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠন সমূহের বার্ষিক সাধারণ সভা-২০১৯ অনুষ্ঠিতসিসিবিভিও-রাজশাহীর বাস্তবায়নে ও ব্রেড ফর দি ওয়ার্ল্ড, জার্মানীর সহায়তায় আজ (৩০ ডিসেম্বর) সোমবার  রাজশাহী গোদাগাড়ীর রাজাবাড়ী হাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠন সমূহের বার্ষিক সাধারণ সভা-২০১৯ অনুষ্ঠিত হয়। রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক সাধারণ সভায়  অনুষ্ঠানিকতার শুরুতে জাতীয় সঙ্গীতসহ জাতীয় পতাকা  ও রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। শ্রী প্রসেন এক্কার সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) নাজমুল ইসলাম সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী-১(গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।তিনি তার বক্তব্যে প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, ৩০টি সংগঠনে আগামী ৬ মাসের মধ্যে গভীর নলকুপ স্থাপন করা হবে, সকল কাঁচা রাস্তা পাকা করা হবে, পুকুর খনন ও মাদক দ্রব্য বন্ধ করা হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিসিবিভিওর সাধারণ সম্পাদক ও নির্বাহী প্রধান সারওয়ার-ই-কামাল স্বপন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্টার মো.আব্দুস সালাম, উপজেলার নির্বাহী অফিসার নাজমুল ইসলাম সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,উপজেলার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সিসিবিভিওর সাধারণ পরিষদের সদস্য আব্দুস সেলিম, রাজাবাড়ী হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান ও গোদাগাড়ী উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান পরিষদের সভাপতি কৃষ্ণ কুমার সরকার । এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ গোদাগাড়ী উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ,  দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান, দেওপাড়া, গোগ্রাম, গোদাগাড়ী ও মোহনপুর ইউনিয়ন পরিষদে নির্বাচিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যবৃন্দ ও রক্ষাগোলা খাদ্য নিরাপত্তা কর্মসুচির সমন্বয়কারী  আরিফ। বার্ষিক সাধারণ সভায় প্রতিটি রক্ষাগোলা সংগঠনের প্রতিবেদন-২০১৯ উপস্থাপন করেন সংগঠনসমূহের নেতা-নেত্রী ও সংগঠকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সিসিবিভিও’র প্রশিক্ষণ সমন্বয়কারী নিরাবুল ইসলাম ও স্বেচ্ছাসেবী সংগঠক মানিক এক্কা।Attachments area

আরও দেখুন

নন্দীগ্রামে প্রবাসীর স্ত্রী খুন

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে রওশন আরা (৫৫) নামে এক প্রবাসীর স্ত্রী খুন হয়েছে। জানা গেছে, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *