নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী:
রাজশাহীর গোদাগাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ভগবত মাঝি (৭০) এর রাষ্ট্রীয় মর্যাদার মাধ্যমে দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার রিশিকুল ইউনিয়নের কুন্দলিয়া রামনগর গ্রামে নিজ বাসভবনে গোদাগাড়ী মডেল থানার পুলিশের একদল চৌকস পুলিশের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জানে আলম,উপজেলা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার অশোক কুমার চৌধুরী, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ইসহাক আলী, মুক্তিযুদ্ধা নজরুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপজেলা অসংখ্য মুক্তিযোদ্ধা সহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
গতকাল সোমবার সকাল ১০ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন জাতীর এই শ্রেষ্ঠ সন্তান। মৃত্যুর আগে তিনি উচ্চ রক্তচাপ জনিত সমস্যার করণে স্ট্রক করে চিকিৎসাধীন ছিলেন। তিনি রিশিকুল ইউনিয়নের রামনগর গ্রামের মৃত মড়ল মাঝির ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র, ১ কন্যা, নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
উপজেলা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার অশোক কুমার চৌধুরী মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে তাঁর পরিবারের সদস্যদের হাতে ৫ হাজার টাকা তুলে দেন এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।