সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / গোদাগাড়ীতে মীনা দিবস পালিত

গোদাগাড়ীতে মীনা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী
সারা দেশের ন্যায় রাজশাহীর গোদাগাড়ীতে মীনা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা,চিত্রাঙ্গকন, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গতকাল মঙ্গলবার সকল ১০টায় বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। র‌্যালি উপজেলার পরিষদের সামনে থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলানায়তনের সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলানায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিমুল আকতারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

এ সময় অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক,উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মমতাজ মহল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম , উপজেলা মহিলা বিষয়ক অফিসার শারমিন শাপলা,রাজাবাড়ী হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান গোদাগাড়ী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সাবিয়ার রহমান সাবু,সাধারণ সম্পাদক শাজাহান সাহিন প্রমূখ ।

আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আরও দেখুন

লালপুরের গণেশ চন্দ্র দাস আর নেই

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,উত্তরবঙ্গের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় নাটোরের লালপুর সদরের বাসিন্দাশ্রী গণেশ চন্দ্র দাস (৮০)বার্ধক্যজনিত কারণে …