সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাজশাহী / গোদাগাড়ীতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গোদাগাড়ী

গোদাগাড়ীতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গোদাগাড়ী

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী:
রাজশাহীর গোদাগাড়ীতে ফ্যানে ঝুলন্ত অবস্থায় ইয়াকুব আলী (২৬) নামের একজন ওয়েল্ডিং ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে গোদাগাড়ী মডেল থানার পুলিশ। সে পৌর এলাকার শ্রীমন্তপুর গ্রামের বাসিন্দা রমজান আলীর ছেলে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে হাটপাড়া বাজারে কর্তব্যরত নৈশ্য প্রহরীরা একটি দোকানে বৈদ্যুতিক তার প্যাচিয়ে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ইয়াকুব আলীকে দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকেলে বাড়ী থেকে দোকানে আসে ইয়াকুব আলী । বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে কর্মচারীরা বাড়ী চলে গেলে ইয়াকুব একাই দোকানে থেকে যায়।

এরপরে রাত আড়াইটার দিকে নৈশপ্রহরীরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খলিলুর রহমান পাটোয়ারী বলেন, ঝুলন্ত অবস্থায় ভগবন্তপুর হাটপাড়া বাজারে ওয়েল্ডিং এর একটি দোকান থেকে ঝুলন্ত অবস্থায় একটি মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরিবারের পক্ষ্য থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …