নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ি:
রাজশাহীর গোদাগাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ও মসজিদের ইমামদের মাঝে কম্বল বিতরণ করেছে উপজেলা প্রশাসন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রাঙ্গনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর পক্ষ থেকে ৪ শত ৩৬ জন বীর মুক্তিযোদ্ধা ও ৬ শত ১১ জন মসজিদের ইমামের মাঝে ১ হাজার ৪৭টি কম্বল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ জানে আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী মোহাম্মদ আবু বাশির, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার চৌধুরী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কাউসার মাসুম প্রমূখ।
