নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী:
রাজশাহীর গোদাগাড়ীতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী (৭৭) এর রাষ্ট্রীয় মর্যাদার মাধ্যমে দাফন সম্পূর্ন হয়েছে। রবিবার সকাল ৯ টায় উপজেলার মোহনপুর ইউনিয়নের কাজিপাড়া গ্রামের নিজ বাসভবনের সামনে গোদাগাড়ী মডেল থানার পুলিশের একদল চৌকস পুলিশের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলমগীর হোসেন, মোহনপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা ডেপুটি কামান্ডার এনামুল হক, গোদাগাড়ী মডেল থানার পুলিশ পরিদর্শক প্রমুখ। এছাড়াও উপজেলা অসংখ্য মুক্তিযোদ্ধাসহ হাজার হাজার জনগণ জানাযার নামাজে উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী কাজিপাড়া গ্রামের মৃত অরেসতুল্লার ছেলে।
গত শনিবার দিবাগত রাতে নিজ বাস ভবনে মৃত্যুর কোলে ঢলে পড়েন জাতীর এই শ্রেষ্ঠ সন্তান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কন্যা, নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। উপজেলা নির্বাহী অফিসার মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে তাঁর পরিবারের সদস্যদের হাতে ৫ হাজার টাকা তুলে দেন এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …