নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে দুটি বিদেশী পিস্তলসহ ফারুক হোসেন (৪০) ও আব্দুল করিম (৫০) নামে দু’জন শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ এর সদস্যরা। আটককৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার আলালপুর গ্রামের মৃত খাবেদ আলীর ছেলে ফারুক হোসেন (৪০) ও একই গ্রামের মৃত নিয়াজ উদ্দিনের ছেলে আব্দুল করিম (৫০)।
২৬ সেপ্টেম্বর শনিবার দুপুরে র্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যটি নিশ্চিত করে বলেন, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০ টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার হাতনাবাদ এলাকায় অভিযান চালিয়ে দুটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি, তিনটি মোবাইল ফোন, ছয়টি সীমকার্ড এবং একটি মেমোরি কার্ডসহ দুই শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-এ ধারায় মামলা রুজু করা হয়েছে।
আরও দেখুন
বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …