সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / গোদাগাড়ীতে বাড়ী বাড়ী গিয়ে চাল বিতরণ করলেন জাহাঙ্গীর আলম

গোদাগাড়ীতে বাড়ী বাড়ী গিয়ে চাল বিতরণ করলেন জাহাঙ্গীর আলম

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ীঃ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার অসহায় ও দরিদ্রের বাড়ি বাড়ি গিয়ে চাল বিতরণ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। রোববার বিকেলে  উপজেলার গোদাগাড়ী ইউনিয়নের বিভিন্ন গ্রামে বাড়ী বাড়ী ১০ কেজি করে চাল, মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

বিতরণের সময় উপস্থিত ছিলেন, গোদাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কাউশার মাসুম, উপজেলা ছাত্রলীগ সভাপতি পারভেজ মোশারফ বাবু।

উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, আমি উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নিয়েছি। আপনারা হোম করেয়েন্টাইনে থাকার চেষ্টা করুন। আমরা আপনাদের যতটুকু সম্ভব সহযোগিতা করবো। সেই সাথে যাদের সক্ষমতা আছে তাদের সবাইকে মানবিকতা নিয়ে এগিয়ে এসে গরীব মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …