সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / গোদাগাড়ীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

গোদাগাড়ীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ীঃ
রাজশাহীর গোদাগাড়ীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১৯ এর উদ্বোধন হয়েছে । আজ বুধবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, গোদাগাড়ী কার্যালয়ে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে উক্ত সপ্তাহের উদ্বোধন করা হয়। ৬ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত এই সপ্তাহ পালন করা হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মহড়া ও অর্গি নির্বাপক যন্ত্রপাতি দেখে বোঝা গেল, আগের চেয়ে এখন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের সক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের কল্যানে কাজ করেন। এই মহত কাজকে অর্থ দিয়ে মূল্যায়ন করা যাবে না।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ ইমরানুল হক, গোদাগাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাষ্টার আতাউর রহমান প্রমূখ ।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে এক মহড়ার আয়োজন করা হয়। মহড়ার শুরুতে অগ্নিনির্বাপন যন্ত্র দিয়ে আগুন নেভানোর মাধ্যমে মহড়ার উদ্বোধন করা হয়। এরপর যেকোন অগ্নিকান্ড এবং প্রাকৃতিক দুর্যোগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা কীভাবে মোকাবেলা করবে তার মহড়া প্রদর্শিত হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …