শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / গোদাগাড়ীতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে ৮ জন

গোদাগাড়ীতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে ৮ জন

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ীঃ
গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন চালু করলেন মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান। হোম কোয়ারান্টাইন মানছেনা এবং হোম কোয়ারান্টাইনে থাকার পরিবেশ না থাকায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এমন ৮ জনকে।

গত শনিবার (০২ মে) রাত ৮ টা থেকে উপজেলার মোহনপুর ইউনিয়নের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে হিসেবে চানলাই পরগনা উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে তাদের। ঢাকা, চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকে গ্রামের বাড়িতে ফিরছেন অনেকেই। তাদের মধ্যে অনেকেই দিনমজুর। এরা একই পরিবারে গাদাগাদিকরে বসবাস করছে। ফলে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরিবেশ না থাকায় ৮ জনকে নেয়া হয় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে। সকলের সেখানে থাকা খাওয়ার সকল ব্যবস্থা করেছে ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা হোসেন।

ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা হোসেন বলেন, করোনা প্রতিরোধে মানুষকে সচেতন করতে মোহনপুর ইউনিয়ন পরিষদ সর্বদা কাজ করে চলেছে। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা থেকে গ্রামের বাড়িতে ফিরছেন অনেকেই। তাদের মধ্যে হোম কোয়ারেন্টাইন মানছেনা এবং কিছু মানুষ আছে একই পরিবারে বেশি মানুষ বসবাস করছে। ফলে হোম কোয়ারেন্টাইন মানতে পারছেনা এমন পরিবারকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।

আরও দেখুন

নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …