রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / গোদাগাড়ীতে প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশন এর অভিষেক অনুষ্ঠান

গোদাগাড়ীতে প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশন এর অভিষেক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী:
রাজশাহীর গোদাগাড়ীতে প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশন এর অভিষেক অনুষ্ঠান-২০২০ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টার সময় উপজেলা পরিষদ হল রুমে গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি অয়েজ উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি।

এসময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলমগীর হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) আব্দুর রাজ্জাক খান, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আবু তালেব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট (শিশু) বিশেষজ্ঞ ডাঃ ফরিদ হোসেন, রাজশাহী জেলা প্রাইভেট ক্যালিকো ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুখলেসুর রহমান শাহ।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশনের সভাপতি ডাঃ এস এম এ মান্নান। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সততা ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক মোঃ রমজান আলী।অভিষেক অনুষ্ঠানে কমিটির আত্মপ্রকাশ করা হয় সভাপতি নির্বাচিত হয়েছেন গোদাগাড়ী মডেল হাসপাতালের পরিচালক শামসুজ্জোহা বাবু , সাধারণ সম্পাদক সততা ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মমিনুল ইসলাম রনক। সিনিয়র সহ-সভাপতি শারতাজ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ডাঃ শামিউন কবির, সহ-সভাপতি লাইফ কেয়ার হাসপাতালের পরিচালক আকতার হোসেন তারা, সহ-সম্পাদক কাকনহাট জেনারেল হাসপাতালের পরিচালক শওকত আলী, প্রচার সম্পাদক জনতা ডায়াগনস্টিক ও ডায়াবেটিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক খাইরুল ইসলাম, কোষাধক্ষ্য গোদাগাড়ী জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক নাসির উদ্দিন, সদস্য বজলুর রশিদ, মোশাররফ হোসেন নয়ন,মাসুদ রানা, আবদুল্লাহ, এ ছাড়াও তিনজন উপদেষ্টা কমিটিতে রয়েছেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …