নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী:
উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে রাজশাহীর গোদাগাড়ীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আনন্দ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৩ টার দিকে বাংলাদেশ পুলিশের আয়োজনে থানা চত্বরে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে উক্ত আনন্দ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠনের সূচনা লগ্নে কেক কর্তনের মধ্যে দিয়ে অনুষ্ঠান আরম্ভ করা হয়।
এ সময় থানার অফিসার ইনচার্জ (ওসি) খলিলুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) আব্দুর রাজ্জাক খান।
এ সময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) জানে আলম, সহকারী কমিশনার (ভূমি) নাজমুন নাহার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অশোক কুমার চৌধুরী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সাংবাদিক সুশীল সমাজসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীগণ।
এ সময় ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণসহ বিভিন্ন প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। বঙ্গবন্ধু ও তার ভাষণের উপর গুরুত্বারোপ রেখে বক্তব্য প্রদান করেন বক্তারা।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …