সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / গোদাগাড়ীতে পুকুর খনন করতে গিয়ে মূর্তি উদ্ধার

গোদাগাড়ীতে পুকুর খনন করতে গিয়ে মূর্তি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী:
রাজশাহীর গোদাগাড়ীতে পুকুরে খনন করতে গিয়ে ভেকু মেশিন (ইস্কুবেটর) এর সঙ্গে শক্ত কোনো কিছুর ধাক্কা লাগে। বিষয়টি সঙ্গে থাকা অন্য শ্রমিকদের জানায় চালক। এরপর সবাই মিলে লেগে পড়ে সেই বস্তুর সন্ধানে। একপর্যায়ে সবাই মিলে উদ্ধার করে প্রাচীন আমলের একটি কালো মূর্তি।ঘটনাটি ঘটেছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কেশবপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, মঙ্গলবার সকালে উপজেলার কেশবপুর গ্রামে সরকারী খাস তফসিলের একটি পুকুর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) খনন করছিল এসময় বেকুব মেশিনের সঙ্গে শক্ত কোনো বস্তুর ধাক্কা লাগে। প্রথমে সে ভয় পেয়ে বিষয়টি তাঁর সঙ্গে থাকা অন্যদের জানায়। পরে কয়েজন মিলে ওই শক্ত বস্তু খোঁজার চেষ্টা করেন। একপর্যায়ে তারা পুকুরের মাটির নিচ থেকে কালো রঙের একটি মূর্তি তুলে আনে। পরে স্থানীয়রা  থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মূর্তিটি উদ্ধার করে।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, প্রাচীনকালের মূর্তিটি থানায় জমা রাখা হয়েছে। নিয়ম মেনে আদালতের নির্দেশে তা প্রত্নতাত্ত্বিক বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …